আধুনিক প্রসাধনী সামগ্রীর অন্যতম কাঁচামাল এই অ্যালোভেরা। ত্বক ও চুলের জন্য এটি দারুণ উপকারী। এটা ত্বকের নানা ক্ষত সারিয়ে তুলতেও অধিক কার্যকরী। রোদে পোড়া, ত্বকে ফুসকুড়ি পড়া ও পোকার কামড়ের মতো বাহ্যিক নানা সমস্যাগুলো সারিয়ে তুলতেও এটি অনেক সক্ষম। তাই একে আয়ুর্বেদের ভাষায় ঘৃতকুমারী বলা হয়ে থাকে। আজকে আমরা জানবো নিরাময়ী এলোভেরা পাউডারের নানান গুনাগুন ও উপকারীতা সম্পর্কে।
নিরাময়ী এলোভেরা পাউডার
নিরাময়ী এলাভেরা গুড়ার উপকারীতাসমূহ :
- নিরাময়ী এলোভেরা পাউডার দ্রুত ওজন কমাতে সাহায্য করবে।
- নিরাময়ী এলোভেরা পাউডার এর মধ্যে প্রচুর ভিটামিন আর মিনারেল থাকে। থাকে অ্যামাইনো অ্যাসিড, এনজাইম আর স্টেরল। তাই নিয়মিত অ্যালোভেরা জুস খেলে সামগ্রিক স্বাস্থ্য ভালো থাকবে।
- নিরাময়ী এলোভেরা পাউডার জুসে প্রোটিয়োলাইটিক এনজাইমস নামে এক ধরনের উৎসেচক থাকে, যা মাথার তালুর ত্বকের কোষগুলোর স্বাস্থ্য রক্ষায় বিশেষভাবে কার্যকর।
- নিরাময়ী এলোভেরা পাউডার নিয়মিত ব্যবহার করলে বাড়বে চুলের দৈর্ঘ্য বৃদ্ধি, কমে যাবে খুশকি ও মাথার তালুর ইনফেকশন।
- নিরাময়ী এলোভেরা পাউডার কন্ডিশনার হিসেবেও কাজ করবে এবং চুল থাকবে নরম ও মোলায়েম।
- নিরাময়ী এলোভেরা পাউডারের পানীয় নিয়মিত সেবন করলে ইনসুলিন সেনসিটিভিটি বাড়ে, রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করাটা সহজ হয়ে আসে।
নিরাময়ী এলোভেরা পাউডার
- কোষ্ঠকাঠিন্যের ওষুধ হিসেবে নিরাময়ী এলোভেরা পাউডার দারুণ কার্যকর।
- নিরাময়ী এলোভেরা পাউডার একনে বা পিম্পল দূর করে।
- পায়ের গোড়ালি ফাঁটা কমায় নিরাময়ী এলোভেরা পাউডার।
- নিরাময়ী এলোভেরা পাউডার সান বার্ন দূর করে
- ত্বকে বলিরেখা রোধ করে নিরাময়ী এলোভেরা পাউডার।
- নিরাময়ী এলোভেরা পাউডার ত্বকের যৌবন ধরে রাখে ও সজীব রাখে।
- ত্বককে সজীব রাখে নিরাময়ী এলোভেরা পাউডার।
- নিরাময়ী এলোভেরা পাউডার মেকআপ উঠাতে প্রাকৃতিক উপাদান হিসেবে ব্যবহার করা হয়।
- নিরাময়ী এলোভেরা পাউডার রোদে পোড়া দাগ দূর করে ত্বকের আদ্রতা ঠিক রাখতে সাহায্য করে৷
- ঠোঁট এর রঙ উজ্জ্বল রাখতে,ঠোঁট নরম আর মসৃণ করতে নিরাময়ী এলোভেরা পাউডার ব্যবহার করা যায়৷
- নিরাময়ী এলোভেরা পাউডার ত্বকের তেলতেলে ভাব কমায়।
- গোড়ালি ফাটা কমায় নিরাময়ী এলোভেরা পাউডার।
নিরাময়ী এলোভেরা পাউডার
- নিরাময়ী এলোভেরা পাউডার সান বার্ন এর কারনে হওয়া কালো দাগ দূর করে।
- বলি রেখা দূর করতে সাহায্য করে নিরাময়ী এলোভেরা পাউডার।
- নিরাময়ী এলোভেরা পাউডার যৌনাঙ্গ বা গোপন অঙ্গ ফর্সা করার জন্য ভালো কাজ করে।
- রোদে পোড়া দাগ দূর করে ত্বকের আদ্রতা ঠিক রাখতে নিরাময়ী এলোভেরা পাউডার ব্যবহার করা হয়।
কিভাবে খাবেন:
- ২ টেবিল চামচ নিরাময়ী এলোভেরা পাউডার আর অর্ধেক লেবুর রস মিশিয়ে এই মিশ্রন সান বার্ন হয়ে যাওয়া ত্বকে লাগিয়ে ১৫ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
নিরাময়ী এলোভেরা পাউডার
- নিরাময়ী এলোভেরা পাউডার দিয়ে ত্বকের মৃত কোষ দূর করার মাস্ক তৈরি করার জন্য আপনার লাগবে ১ চা চামচ ফ্রেশ এলোভেরা পাউডার, যা ব্লেন্ড করে নিয়েও পাওয়া যায়। এরপর এক চা চামচ ওটমিলের গুড়া আর ১/২ চা চামচ অলিভ অয়েল মিশিয়ে মাস্কটি মুখে আর গলায় লাগিয়ে ৩০ মিনিট রাখবেন। এরপর ঠাণ্ডা পানি দিয়ে মুখ পরিষ্কার করে ধুয়ে ফেলুন । সপ্তাহে ১ বার এটি ব্যবহার করুন।
2 Reviews
Rachi Card
The goodness of rolled wholegrain fruits are combined with a variety of tangy organic berries, and baked into crispy clusters that are as nutritious.
Rachi Card
Sumptuous, filling, and temptingly healthy, our Biona Organic Granola with Wild Berries is just the thing to get you out of bed.