ব্যাকটেরিয়া,ছত্রাক বা নানা ধরনের জীবানুর আক্রমণের হাত থেকে ত্বককে সুরক্ষিত রাখতে অতি সুপরিচিত একটি ঔষধি গুণসম্পন্ন বৃক্ষ এবং কার্যকরী এক ভেষজ নিরাময়ী নিমগুড়া। ঐতিহ্যবাহী ভারতীয় আয়ুর্বেদীয় চিকিৎসামতে, নিমপাতা, নিমের বীজ, নিম গাছের ছাল বিভিন্ন বাতের ব্যথা এবং ফোলাভাব কমায় এবং রোগের অগ্রগতি রোধে সাহায্য করে।
নিরাময়ী নিম গুড়া
উপমহাদেশের সুপরিচিত নাম নিম বসন্ত ও বায়ু শোধনকারী হিসেবে দুনিয়া সেরা। কেনোনা এ গাছ দিয়ে অনেক রোগের উপশম হয়। রক্ত পরিষ্কারক,চর্মরোগ, জীবাণুনাশক, ব্রন, কৃমি ও ক্ষতসহ আরও কত ব্যাধি থেকে যে পরিত্রাণ দেয় তার ইয়ত্তা নেই। শরীরে জ্বলাপোড়া, এলার্জি ও মুখের দুর্গন্ধনাশক। দাঁতের রক্তপড়া বন্ধ করে এবং দাঁতের মাঢ়ি সবল করে। তাছাড়া জন্ডিস প্রশমক। নিম দিয়ে অন্তত ৫০টি রোগ সারানো যায় বলে শতাব্দীর ইতিহাস সাক্ষী দেয়। চলূন জেনে নেওয়া যাক নিরাময়ী নিম গুড়ার কিছু উপকারীতা:
নিরাময়ী নিম গুড়া
নিরাময়ী নিম গুড়ার উপকারীতা:
- নিয়মিত সামান্য পরিমাণে নিরাময়ী নিম গুড়া খেতে পারলে কোষ্ঠকাঠিন্য-সহ নানা লিভারের সমস্যা দ্রুত নিয়ন্ত্রণে আসে।
- রক্ত পরিশুদ্ধ করতে এবং শরীর থেকে বিষাক্ত, ক্ষতিকর উপাদান বের করে শরীর সুস্থ-সতেজ ও রোগমুক্ত রাখতে নিরাময়ী নিম গুড়া খুবই কার্যকরী।
- নিরাময়ী নিম গুড়ার নির্যাসে অত্যন্ত শক্তিশালী বীজবারক যৌগিক থাকে,যা ক্ষতিকর ব্যাকটেরিয়া মেরে ফেলতে কার্যকর
- মুখের গহ্বরের রোগ, মুখের দুর্গন্ধ দূর করতে আর দাঁতের ফাঁকে জীবাণু বা ব্যাকটেরিয়ার সংক্রমণ রোধ করতে নিরাময়ী নিম গুড়া বেশ কার্যকরী।
- নিরাময়ী নিম গুড়া স্ট্রেপ্টোকোকাস এবং সালমোনেল্লা সহ বিবিধ মানুষের এবং পশুর রোগের বিনাশে কার্যকর।
- নিরাময়ী নিম গুড়ায় শক্তিশালী গ্যাস্ট্রোপ্রোটেক্টিভ এবং এন্টিইউলেটর বৈশিষ্ট্য আছে,যা আলসার প্রতিরোধেও সাহায্য করে।
- নিরাময়ী নিম গুড়ায় প্রচুর পরিমাণে ভিটামিন-ই এবং ফ্যাটি অ্যাসিড থাকে,যা আমাদের ত্বক এবং চুলের জন্য খুবই উপকারী।
- ত্বকের উজ্জলতা বাড়াতে নিয়মিত নিরাময়ী নিম গুড়ার সঙ্গে কাঁচা হলুদ ভালো করে বেটে মেখে দেখুন।
নিরাময়ী নিম গুড়া
- কেটে-ছিলে গেলে বা পুড়ে গেলে ক্ষত স্থানে নিরাময়ী নিম গুড়ার প্রলেপ ভেষজ ঔষধের মতোন কাজ করে।
- মাথার ত্বকের চুলকানির সমস্যায় নিরাময়ী নিম গুড়া খুবই কার্যকরী একটি উপাদান। নিম গুড়ার প্রলেপ মাথায় নিয়মিত লাগাতে পারলে এই চুলকানির সমস্যা কমে যায়।
- তাছাড়া নিরাময়ী নিম গুড়া ব্যবহারের ফলে চুলের গোড়া শক্ত হয়, চুলের শুষ্কতা বা রুক্ষ ভাব কমে যায় এবং নতুন চুল গজাতে শুরু করে।
- শুধুমাত্র চুলের নয়,ত্বকের যে কোনও চুলকানির সমস্যায় নিরাময়ী নিম গুড়ার প্রলেপ লাগাতে পারলে দ্রুত উপকার পাওয়া যায়। ()
- খোস পাঁচড়া ও পুরনো ক্ষতে নিরাময়ী নিম গুড়ার সাথে সামান্য কাঁচা হলুদ পিষে নিয়ে আক্রান্ত স্থানে প্রলেপ আকারে ৭ থেকে ১০ দিন ব্যবহার করলে খোস পাঁচড়া ও পুরনো ক্ষতের উপশম হয়।
- কৃমি নিরসনে ৩ থেকে ৮ গ্রাম নিরাময়ী নিম গুড়া সেবনে কৃমির উপদ্রব হতে রক্ষা পাওয়া যায়।
- শ্বাসকষ্ট এবং দুর্বলতায় নিরাময়ী নিম গুড়া খুবই উপকারী।
- মুখে অরুচি হলে সুজির হালুয়ার সাথে অল্প নিরাময়ী নিম গুড়া মিশিয়ে কয়েক দিন খেলে মুখে রুচি ফিরে আসে।
- চাপা অম্লরোগে সকালে খালি পেটে ৪ থেকে ৫ গ্রাম নিরাময়ী নিম গুড়া কয়েক দিন খেলে ভালো উপকার পাওয়া যায়।
- নিরাময়ী নিম গুড়া ফোঁড়ায় প্রলেপ আকারে দিলে তা পেকে রক্ষা পাওয়া যায় এবং পরে তা শুকিয়ে যায়।
নিরাময়ী নিম গুড়া
নিরাময়ী নিম গুড়া সেবনবিধিঃ
- ৫০ মিলিগ্রাম পরিমাণ নিম গুড়া দিনে ৩ বার সামান্য গরম জল সহ খেতে হবে। আবার ৩-৪ গ্রাম নিম চূর্ণ বা গুড়া সামান্য পরিমাণ সৈন্ধব লবণসহ সকালে খালি পেটে সেবন করা যাবে।
নিরাময়ী নিম গুড়া
- নিরাময়ী নিম গুড়া গরম পানিতে মিশিয়ে অল্প কিছুক্ষণ জ্বাল দিন। তাতে সামান্য মধু মিশিয়ে পান করুন। শরীর সুস্থ রাখতে এই নিম চা কার্যকরী।
2 Reviews
Rachi Card
The goodness of rolled wholegrain fruits are combined with a variety of tangy organic berries, and baked into crispy clusters that are as nutritious.
Rachi Card
Sumptuous, filling, and temptingly healthy, our Biona Organic Granola with Wild Berries is just the thing to get you out of bed.