Welcome to our Organic store Niramoy food

call us free

01911369235

বহুল প্রচলিত প্রাকৃতিক আয়ুর্বেদ ও ভেষজশাস্ত্রে অর্জুন গাছের ব্যবহার অগনিত এবং আয়ুর্বেদ শাস্ত্রে এই অর্জুন গাছকে একটি গুরুত্বপূর্ণ ওষধি গাছ হিসেবে দেখা হয়েছে। সেই প্রাচীন কাল থেকেই অর্জুন গাছ অনেক রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। বলা হয়ে থাকে,বাড়িতে একটি অর্জুন গাছ থাকা আর একজন চিকিৎসক থাকা সমান কথা। অর্থাৎ অর্জুন গাছকে একজন পারিবারিক ডাক্তারের সাথে তুলনা করা হয়েছে। ঔষধি হিসেবে অর্জুন গাছের পাতা, ছাল ও ফল ব্যবহৃত হয়। ইউনানী, আয়ুর্বেদ ও হোমিও শাস্ত্রে অর্জুনের ব্যবহার লক্ষনীয়। নিম্নে নিরাময়ী অর্জুন ছাল পাউডারের বিভিন্ন উপকারীতা নিয়ে আলোচনা করা হল :

নিরাময়ী অর্জুন ছাল পাউডার

নিরাময়ী অর্জুন পাউডারের উপকারীতাসমূহ :

  • আঘাত জনিত ব্যথায় নিরাময়ী অর্জুন ছাল পাউডারের প্রলেপ সেবনে বেশ উপকার পাওয়া যায় ।
  • নিরাময়ী অর্জুন ছাল পাউডারে প্রচুর কো এনজাইম কিউ ১০ রয়েছে,যা হৃদরোগ ও হার্ট এটাক প্রতিরোধ করে।
  • রক্তের কোলষ্টেরল কমায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে নিরাময়ী অর্জুন ছাল পাউডার।
  • নিরাময়ী অর্জুন ছাল পাউডার খেলে হৃৎপিন্ডের পেশী শক্তিশালী হয় এবং হৃৎপিন্ডের ক্ষমতা বৃদ্ধি পায়।
  • নিরাময়ী অর্জুন ছাল পাউডার খাদ্য হজম ক্ষমতা বাড়ায় এবং খাদ্যতন্ত্রের ক্রিয়া স্বাভাবিক রাখতে সাহায্য করে।
  • নিরাময়ী অর্জুন ছাল পাউডার লিভার সিরোসিসে টনিক হিসাবে কাজ করে।
  • ক্যান্সার কোষের বর্ধন রোধ করে নিরাময়ী অর্জুন ছাল পাউডার।
  • চর্ম ও যৌন রোগে নিরাময়ী অর্জুন ছাল পাউডার ব্যবহৃত হয়। যৌন উদ্দীপনা বাড়াতে নিরাময়ী অর্জুন ছাল পাউডার সাহায্য করে।
  • কাটা ঘায়ের রক্ত স্রাব বন্ধের জন্য নিরাময়ী অর্জুন ছাল পাউডার মিশ্রনের প্রলেপ দিলে রক্ত পড়া বন্ধ হয়ে যায়।
  • নিরাময়ী অর্জুন ছাল পাউডার হাপানী রোগেও উপকারী।
  • নিরাময়ী অর্জুন ছাল পাউডার পেট ফাঁপা, বদহজম, অগ্নিমন্দা জাতীয় অসুবিধায় ব্যবহার করা হলে বায়ু নাশ করে হজম শক্তি বৃদ্ধি করে।
নিরাময়ী অর্জুন ছাল পাউডার
  • হাড় ভেঙ্গে গেলে নিরাময়ী অর্জুন ছাল পাউডার এর প্রলেপ দিলে ভাঙ্গা ভাল হয়ে যায়।
  • অস্থি যৌগিক হলে নিরাময়ী অর্জুন ছাল পাউডার, রসুন একত্রে মিশিয়ে প্রলেপ দিলে দ্রুত ভাল হয়ে যায়। তবে প্রলেপ দেওয়ার পূর্বে ভাঙ্গা অস্থিগুলোকে যথাস্থানে পুনঃস্থাপন করে নিতে হবে।
  • নিরাময়ী অর্জুন ছাল পাউডার ৫ গ্রাম পরিমাণ নিয়ে ঠান্ডা পানি সহ দিনে ২ বার খেলে রক্ত আমাশয়ে অনেক উপকার হয়।
  • চুলের বৃদ্ধির জন্য আমরা নিরাময়ী অর্জুন ছাল পাউডার ব্যবহার করতে পারি। মাথার চুলের মধ্যে নিরাময়ী অর্জুন ছাল পাউডার এবং হেনার মিশ্রণ চুলে লাগানোর ফলে চুল সাদা থেকে কালো হয়। একই সাথে এটা চুল শক্তিশালী করে।
  • অতিরিক্ত মেদ নিয়ে সমস্যায় ভোগা মানুষ প্রতিদিন সকাল ও সন্ধ্যায় নিরাময়ী অর্জুন ছাল পাউডার মিশ্রণ পান করলে তাঁদের সমস্যা কমে যেতে পারে অনেকটাই। এটি এত দ্রুত কাজ করে যে,মাত্র এক মাসের মধ্যেই আপনি আপনার মেদের উপর এর প্রভাব অনুভব করতে পারবেন।
  • মুখের ফোস্কার দ্বারা বিরক্ত ব্যক্তি নিরাময়ী অর্জুন ছাল পাউডার ব্যবহার করতে পারেন।
  • নিরাময়ী অর্জুন ছাল পাউডার মিশ্রণ অল্প গুড় সহযোগে সেবন করলে জ্বরের থেকেও পরিত্রাণ পাওয়া যায়।
  • নিরাময়ী অর্জুন ছাল পাউডার দিয়ে তৈরি পানীয়, প্রস্রাবের বাঁধা দূর করে।
অর্জুন ছাল

অর্জুন গাছের ছালের অপকারিতাঃ

  • নিরাময়ী অর্জুন পাউডার গর্ভবতী মহিলাদের ক্ষতি করে, তাই তাঁদের এই ছাল ব্যবহারে ব্যবহারে সতর্কতা অবলম্বন করা দরকার।
  • সুগার রোগীদেরও নিরাময়ী অর্জুন পাউডার যথেষ্ট সাবধানে ব্যবহার করা উচিত।
  • একমাত্র চিকিৎসকের পরামর্শের পরেই যতটা সম্ভব নিরাময়ী অর্জুন পাউডার ব্যবহার করুন।

কিভাবে খাবেন:

  • যাদের বুক ধড়ফড় করে অথচ রক্তচাপ নেই,তারা ৫-৬ কিংবা সর্বোচ্চ ১০ গ্রাম নিরাময়ী অর্জুন ছাল পাউডার ২৫০ মিলি দুধ ও ৫০০ মিলি পানির সাথে মিশিয়ে জাল দিয়ে নিবেন। আনুমানিক ১২৫ মিলি থাকতে নামিয়ে প্রতিদিন বিকেল বেলায় চায়ের মতোন করে খেলে বুক ধরফরানি কমে যাবে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেনো পেটে বায়ু না থাকে।
  • ২০ গ্রাম নিরাময়ী অর্জুন ছাল পাউডার নিয়ে ২ কাপ পরিমাণ পানিতে ভিজিয়ে রেখে পরবর্তীতে জ্বাল দিয়ে এককাপ থাকতে নামিয়ে ছেঁকে নিয়ে প্রতিদিন ২-৩ বার সেবন করলে প্রমেহ রোগ ভাল হয়।
  • নারকেল তেলের সাথে নিরাময়ী অর্জুন ছাল পাউডার মিশিয়ে তা আপনার মুখের ফোস্কার উপর প্রলেপ রূপে লাগালে আপনি কষ্ট থেকে অবশ্যই উপশম পাবেন।

Leave a Comment